স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্রে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের পক্ষাবলম্বীরাও হত্যা ষড়যন্ত্রে জড়িত থাকতে পারে। না হলে তারা কেন গ্রেপ্তারকৃতদের পক্ষ নেবে?
বুধবার সকালে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয়কে আওয়ামী লীগের ‘ভবিষ্যৎ নেতা’ হিসেবে অভিহিত করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা। তাকে অপহরণ ও হত্যা পরিকল্পনার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতিকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। আন্দোলনে ব্যর্থ হয়ে একটি বিশেষ মহল হত্যার রাজনীতি বেছে নিয়েছে, যেভাবে পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল।’
মন্ত্রী বলেন, ‘জয়কে অপহরণ ও হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে যাদেরকে (শফিক রেহমান ও মাহমুদুর রহমান) গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তারের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। যুক্তরাষ্ট্রে জয়কে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে যাদেরকে দেশটির আদালত দণ্ড দিয়েছে, তাদের স্বীকারোক্তিতে গ্রেপ্তারকৃতদের নাম এসেছে। এফবিআইয়ের তথ্যে গ্রেপ্তারকৃতদের নাম রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই গ্রেপ্তারকৃতদের বাঁচাতে যারা তাদের পক্ষ নিয়েছে, তারা জয় হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত বলে আমি মনে করি।’