স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
গ্রীষ্মের চলমান দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সেই সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রকোপ। ডায়রিয়া, কলেরা, আমাশয়সহ বিভিন্ন পেটের পীড়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভিড় জমাচ্ছেন রোগীরা।
এ অবস্থায় সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পান এবং প্রতিদিনের খাবার তৈরি ও সংরক্ষণে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের।
গনগনে সূর্যের প্রখরতায় পুড়ছে প্রকৃতি, পুড়ছে নগরজীবন।
প্রখর এই তাপে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। ক্লান্তি দূর করতে কাজের ফাঁকে বিশ্রাম নিচ্ছেন কেউ কেউ। দু’চোখ যেন খুঁজে ফিরছে তৃষ্ণা নিবারণের উপাদান।
গরমের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগীর সংখ্যা। রাজধানীর কলেরা হাসপাতালে ঢাকা ও এর আশপাশের জেলা থেকে আসা রোগীর ৮০ ভাগই শিশু ও বৃদ্ধ।
এদিকে গরমে সুস্থ থাকতে খাবার গ্রহণে সতর্কতা ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং ঢিলে-ঢালা পোশাক পরিধানেরও পরামর্শ তার।