বিজয় বার্তা ২৪ ডট কম
মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আমরা নারায়ণগঞ্জবাসীর উদ্যোগে আবারও গ্যাস ও বিদুৎতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তব্যে নুরউদ্দিন আহমদ বলেন, একদিকে জঙ্গী আতঙ্ক অপরদিকে মূল্য বৃদ্ধির আতঙ্কে মানুষ আজ দিশেহারা। এই অবস্থায় মূল্য বৃদ্ধির পায়তারা মরার উপর খাড়া ঘা এর সামিল। আমলা শ্রেনী নিজেদের বেতন ভাতা প্রায় শতভাগ বাগিয়ে নিয়ে এখন সাধারণ মানুষের উপর গ্যাস ও বিদুৎ এর বর্ধিত মূল্য চাপিয়ে দিচ্ছে । কিন্তু সাধারণ মানুষের আয় তো শতভাগ বাড়েনি। তাহলে কেন মাত্র 8 মাস পূর্বে আবাসিক চুলার ৫০ শতাংশ মূল্য বাড়িয়ে আবারও গ্যাসের মূল্য বাড়ানোর পায়তারা করছে। সেই সাথে বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসলে ও বিদুৎ এর মূল্য ও বাড়ানোর চক্রান্ত করছে। বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যই একটি কুচক্রী মহল এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলে আমরা আশংকা করছি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই । কর্তৃপক্ষ যদি গ্যাস ও বিদুৎ এর মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধ না করে তাহলে নারায়ণগঞ্জের ভূক্তভোগী সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করবো।
সাধারণ সম্পাদক এর বক্তব্যে নাছির উদ্দিন মন্টু বলেন, গ্যাস ও বিদুৎ এর মূল্য বৃদ্ধির পাশাপাশি ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ নলকূপ / গভীর নলকূপের উপর অযৌক্তিকভাবে কর চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে।
যেখানে ওয়াসা বিশুদ্ধ পর্যাপ্ত পানি সরবরাহের সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে সেখানে মানুষ নিজ খরচে মটর কিনে নিজস্ব বিদুৎ সংযোগ নিজ ভূমিতে পানির পাম্প বসিয়ে দৈনন্দিন পানির চাহিদা পূরণ করছে এর উপর অযৌক্তিক কর আমরা মানি না মানব না।
তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশের জঙ্গীবাদের তৎপরতার তীব্র নিন্দা জানান এবং প্রতিটি পরিবারকে নিজ নিজ সন্তানের প্রতি তাদের গতিবিধির প্রতি দৃষ্টি রাখার এবং সন্তানদেরকে সঠিক সামাজিক মূল্যবোধ শিক্ষা দেওয়ার আহ্বান করছি ।
আমরা নারায়ণগঞ্জবাসীর সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হোসেন এর সঞ্চলনায় উপস্থিত ছিলেন সভাপতি মন্ডলীর সদস্য বাংলাদেশ গার্মেন্টস – টেক্সটাইল শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, আলহাজ্ব আহমদ আলী বেপারী, দৈনিক শতকথা পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আজহার হোসেন, আবদুল কুদ্দুস আজাদ, হাজী সামসুল আলম, সহ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক রমজানুল রশিদ, ক্রীড়া সম্পাদক আজমত উল্লাহ খন্দকার, মহিলানেত্রী আঞ্জুমান আরা আকসির , কাউন্সিলর খোদেজা খানম নাসরিন, সাবেক কাউন্সিলর দিলেরা জাহান ময়না, সাবেক কাউন্সিলর অলি উদ্দিন ভূঁইয়া, শফিকুল ইসলাম খান, দুলাল মল্লিক, মো. সেলিম হোসেন, নাজমুল হাসান নান্নু, মো. রুহুল আমিন, মো. ইসমাইল করিম, মাকিদ মুস্তাকিন শিপলু , মো. সিদ্দিক ভূঁইয়া, প্রমুখ ।