বিজয় বার্তা ২৪ ডট কম
গ্যাসের দাম বৃদ্ধির তৎপরতার প্রতিবাদ ও ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবিতে সিদ্ধিরগঞ্জে সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় শিমরাইল নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জ পুলস্থ এম এম টাওয়ারের সামনে গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার সংগ্রামী আহবায়ক জাহিদুল আলম আল-জাহিদ-র সভাপতিত্বে, সম্পাদক মাহমুদ কলী হারুন-র সঞ্চালনায় আলোচনা করেন জননেতা তরিকুল সুজন-সমন্বয়ক গণসংহতি আন্দোলন-নারায়ণগঞ্জ জেলা, অঞ্জন দাস-আহবায়ক গণসংহতি আন্দোলন-নারায়ণগঞ্জ মহানগর, মশিউর রহমান রিচার্ড-সভাপতি: বাংলাদেশ ছাত্র ফেডারেশন- নারায়ণগঞ্জ জেলা, নিজাম উদ্দিন বাপ্পী-যুগ্ন আহবায়ক প্রতিবেশ আন্দোলন- সিদ্ধিরগঞ্জ থানা, সামিউল ইসলাম সানি-সম্পাদক বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি- সিদ্ধিরগঞ্জ থানা, কাজী জোবায়ের রহমান আশিক সম্পাদক বাংলাদেশ ছাত্র ফেডারেশন সিদ্ধিরগঞ্জ থানা শাখা। গন সংহতি নেতৃবৃন্দের আমন্ত্রনে তাদের সাথে সংহতি প্রকাশ করে সমাবেশে যোগ দেন দৈনিক ভোরের ডাকের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোশতাক আহমেদ শাওন।
সমাবেশে বক্তারা বলেন, গত ১ আগষ্ট ক্ষমতাসীন সরকার আরো এক দফায় গ্যাসের দাম বৃদ্ধির করার পায়তারা করছে। বর্তমানে এক চুলা ৬ হাজার টাকা এবং দুই চুলা ৬শত ৫০ টাকা অথচ প্রায় ৮৫% বাড়িয়ে এখন তা এক চুলা ১ হাজার ১শতটাকা এবং দুই চুলা ১ হাজার ২শত টাকা করার প্রস্তাব সরকার তরফ থেকে করা হয়েছে। যেখানে খোদ সরকারি বিইআরসি-র নিয়ম অনুযায়ী বছরে দুইবার দাম বাড়ানোর নিয়ম নেই। বর্তমান সরকার কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই কার্যত গায়ের জোরে সিলিন্ডার ব্যবসায়ীদের স্বার্থে দাম বৃদ্ধির গণবিরোধী ষড়যন্ত্র করছে। এখন পর্যন্ত বাসাবাড়িসহ কলকারখানায় গ্যাসের তীব্র সংকট, তার উপর মূল্যবৃদ্ধি। কথায় আছে “মরারে মারো কে? লড়েচড়ে না!!”। গ্যাসের দাম বৃদ্ধি মানে গাড়িভাড়া, বাড়িভাড়াসহ জীবন-যাপনের সকল ব্যয় বৃদ্ধি পাওয়া। এখন পর্যন্ত আমাদের দেশে শ্রমিকের মজুরি ৫ হাজার ৩ শত টাকা। আর যদি গ্যাসের দাম বৃদ্ধি পায় তবে একচুলার বিল বাবদ তাকে গুনতে হবে ১হাজার ১শত টাকা! সামনে পবিত্র ঈদুল আযহা, প্রতি বছর মুসলমানদের বড় দুই ঈদ উৎসবে বেতন-বোনাস নিয়ে জটিলতা তৈরী হয়। বেতন-বোনাসের আন্দোলন করলে ঈদের পর তাদের চাকরী থাকে না এমন চরম অনিশ্চয়তায় শ্রমিকরা এবারো আশংকামুক্ত নয়। যদি এই পরিস্থিতি চলতে থাকে তবে মানুষের জীবনে ভয়ংকর বিপর্যয় নেমে আসবে। তাই আমরা মনে করি জনজীবনে দুর্ভোগ বাড়িয়ে কোন ভাবেই গ্যাসের দাম বাড়ানো যাবে না। সরকার নির্ধারিত সময় সীমার মধ্যেই বেতন-বোনাস দিতে হবে। শ্রমিকের বেতন না বাড়িয়ে সেবার মূল্য ১টাকাও বৃদ্ধি চলবে না। জনগণ এই দাম বৃদ্ধি মানে না।