বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের গোপচর এলাকায় মোবাইল চুরির অপবাদ দিয়ে নিরীহ হোসিয়ারী শ্রমিক রাকিব(১৫)কে ঘরে আটকে রেখে নির্মম নির্যাতনের ঘটনায় এখনো কোন হস্তক্ষেপ নেয়নি পুলিশ। রোববার লৌমহর্ষক এ ঘটনার ৫দিন অতিবাহিত হতে চললেও থানা প্রশাসনের রহস্যজনক নিরবতার কারণে বর্তমানে চরম নিরাপত্তাহীণ শংকার মধ্যে দিন কাটাচ্ছে রাকিব ও তার পরিবারের সদস্যরা। এদিকে এ ঘটনায় কিশোর রাকিবের পিতা আলাউদ্দিন বাদী হয়ে আমানুষিক নির্যাতনকারী গোপচর মসিনাবন্দ বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামরুজ্জামান আল কাদরীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর হামিদুল ঘটনাস্থল পরিদর্শণ করে তদন্ত না করেই ফেরত আসে। দারোগা হামিদুলের এহেন ভূমিকা পুলিশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রকাশ থাকে যে,গোপচর মসিনাবন্দ এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে রাকিব গত মঙ্গলবার ভোর ৬টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে স্থানীয় গোপচর মসিনাবন্দ বড় জামে মসজিদের টয়লেটে যায়। সেখান থেকে ফেরার পথে ওই মসজিদের ইমাম মাওলানা কামরুজ্জামান আল কাদরী মোবাইল চোর আখ্যা দিয়ে রাকিবকে জোরপূর্বক তার কক্ষে নিয়ে আটক রেখে দীর্ঘ ৭ ঘন্টা অমানুষিক নির্যাতন চালায়। খবর পেয়ে রাকিবের স্বজনরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধর করে নারায়ণগগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। অপরদিকে পুলিশের নিরবতার সুযোগে ইমামের একটি দালাল চক্র কিশোর রাকিবের পিতা আলাউদ্দিন ও পরিবারের অন্যান্য সদস্যদেরকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ করে চলেছে। উল্লেখিতদের ভয়ে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে রাকিবের পরিবারের সদস্যরা। ভয়ংকর ইমাম বাহিনীর কবল থেকে রাকিবের পিতা আলাউদ্দিন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের তদন্তপূর্বক আশু ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।