বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করনে নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলা।
জানা যায়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে গোদনাইল নয়াপাড়া এলাকার যুব সমাজের উদ্যোগে ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় গতকাল শনিবার। সংরক্ষিত কাউন্সিলর আয়শা আক্তার দিনার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ সভায় উপস্থিত ছিলেন মিন্টু খান, নজরুল ইসলাম, আব্দুল খালেক, হাজী ইসহাক, বীর মুক্তিযোদ্ধা আশরাফ ও জাহাঙ্গীর এবং বায়তুল নুর জামে মসজিদের মাওলানা হোসাইনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় কাউন্সিলর আলী হোসেন বলেন, খেলাধুলা না থাকায় যুব সমাজ নেশার দিকে ছুটছে। যুব সমাজকে মাদকের হাত থেে বাঁচাতে খেলাধুলার আয়োজনের বিকল্প নেই। এখন থেকে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে যা যা করা দরকার তা তিনি করবেন বলেও জানান।