বিজয়বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমান বলেছেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সারাদেশের মানুষ যেমনি ভাবে মহান স্বাধীনতা যুদ্ধে যাপিয়ে পরে এদেশ স্বাধীন করেছিলো। আমি বিশ্বাস করি, ঠিক একই ভাবে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে আওয়ামীলীগসহ গোটা দেশবাসী জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাড়াবে এবং ইনশাল্লাহ্ আমরা সফল হবোই।
শনিবার (১৬ই জুলাই) বিকালে নগরীর নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে মহানগর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আজ সারাদেশে জঙ্গীবাদিরা দেশে অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু তারা সফল হতে পারে নি এবং তারা পারবেও না। আমাদের দেশের সচেতন মানুষ তা হতে দিবে না।
তিনি পুলিশ বাহিনীকে ধন্যবাদ দিয়ে বলেন, শোলাকিয়ার পবিত্র ঈদের জামাতে সন্ত্রাসী হামলার সময় জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ বাহিনী মোকাবিলা করে সফল হয়েছেন। সেদিন পুলিশ বাহিনীর দক্ষতা ও সাহসীকতার কারণে হাজার হাজার মুসল্লিরা প্রাণে রক্ষা পেয়েছেন।
তিনি আরো বলেন, সারাদেশে জঙ্গীবাদদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তার মধ্যে ৬ জন জঙ্গী এ নারায়ণগঞ্জের। তবে এদের মধ্যে বেশ কয়েকজনের এলাকা বন্দর এ। তাই আমি সকলের নিকট অনুরোধ করছি, আপনারা আপনাদের চারপাশে খুব ভালো করে খেয়াল রাখবেন যাতে নারায়ণগঞ্জের কোথাও জঙ্গীরা আস্তানা ঘাটতে না পারে।
মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীল, সহ সভাপতি কমান্ডার গোপীনাথ দাস, সহ সভাপতি রবীউল হোসেন, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোঃ নিজাম, আহসান হাবিব, জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জি এম আরাফাত, এড. মাহমুদা মালা, সিদ্ধিরগঞ্জ খানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আলম সজল, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন সহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
টানা তিন ঘণ্টা ব্যাপী আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ও জঙ্গীবাদ নিয়ে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ এর বর্ধিত সভায় আলোচনা করা হয়।