বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের গোগনগরে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ৪ জনকে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (২২ মার্চ) ভোরে সদর উপজেলার গোগনগর গাউসুল আজম জামে মসজিদের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। এসময় আটককৃতদের কাছ থেকে ২টি চাকু উদ্ধার করে বলে দাবি করে পুলিশ।
গনধোলাইয়ের শিকার আটকৃতরা হলেন, শহরের নয়ামাটি এলাকার নয়ন খানের ছেলে মো. অনিক (২৫), শহীদনগর এলাকার মো মোখলেছের ছেলে মো. মহিদউদ্দিন (২৬), জল্লারপাড়া এলাকার মারকত আলীর ছেলে মো. রবিন (২১), ও বন্দর রাজবাড়ি এলাকার মো. বাবুর ছেলে মো. নয়ন ( ৪৫)।
ঘটাস্থলে যাওয়া সদর মডেল থানার এএসআই সোহাগ মিয়া জানান, ভোরে মুন্সিগঞ্জ থেকে এক পথচারী তার শ্বশুর বাড়ি গোগনগর যাচ্ছিলেন। এসময় আটককৃত চার জন মিলে পথচারীর পথ গতিরোধ করলে তার ডাক চিৎকার স্থানীয় লোকজন ছুটে আসে। পরে চারজনকে উৎসুক জনতা গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। এসময় তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে জানা যায় আটককৃতদের প্রত্যেকের বিরুদ্ধে ছিনতাই ও মাদক সহ একাধিক মামলা রয়েছে। তারা পেশাদার ছিনতাইকারী। তাদের কাছ থেকে ২টি চাকু উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।