বিজয় বার্তা ২৪ ডট কম
রাজধানীর বংশালে স্বামীর পরকীয়া সম্পর্কের জের ধরে গৃহবধূ জান্নাতুল ফেরদৌস উর্মিকে জবাই করে হত্যার বিচারের দাবীতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে শহরের বঙ্গবন্ধু রোড়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে উর্মির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
নিহত উর্মির পরিবার জানায়, গত পাঁচ বছর আগে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার বাসিন্দা খোকন মিয়ার কন্যা নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের মেধাবী ছাত্রী জান্নাতুল ফেরদৌস উর্মির পারিবারিকভাবে বিয়ে হয় রাজধানীর বংশাল থানার সরিতোলা এলাকার বাসিন্দা জুতার ব্যবসায়ী আজগর আলীর সাথে। বিয়ের পর উর্মি লেখাপড়া করতে চাইলেও তার স্বামীর পরিবারের পক্ষ থেকে বাধা দেয়ায় তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। তবে বিয়ের আগে থেকেই স্বামী আজগর ও তার বড় ভাইয়ের স্ত্রী রোকসানার মধ্যে অবৈধ পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের কিছুদিন পর বিষয়টি উর্মি জেনে গিয়ে এ ব্যাপারে বাধা দিলে স্বামী আজগর তাকে মারধরসহ নানাভাবে নির্যাতন করতো এবং স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। এ নিয়ে উর্মি ও আজগরের দুই পরিবারের মধ্যে বেশ করেয়কবার বিচার সালিশ হলেও আজগর ও রোকসানার মধ্যে অবৈধ সম্পর্ক চলতে থাকে। এরই জের ধরে গত ৫ নভেম্বর দুপুরে পরিকল্পিতভাবে আজগর তার বড় ভাইয়ের স্ত্রী রোকসানা ও ভাগ্নে রনি মিলে উর্মিকে জবাই করে হত্যা করে।
ঘটনার পরদিন উর্মির বাবা খোকন মিয়া হত্যাকান্ডের ঘটনায় আজগর আলী, তার বড় ভাই রোকসানা ও ভাগ্নে রনির বিরুদ্ধে রাজধানীর বংশাল থানায় হত্যা মামলা দায়ের করলেও এজাহার থেকে আজগরের ভাই ভাবীর নাম বাদ দেয় হয়। পুলিশ অভিযুক্ত আজগর আলী ও তার ভাগ্নে রনিকে গ্রেফতার করলেও হত্যাকান্ডের পরিকল্পনাকারী রোকসানা মামলা থেকে রেহাই পেয়ে যায়। আজগরের পরিবারের লোকজন মোটা অংকের অর্থের প্রলোভন দেখিয়ে মামলা তুলে উর্মির পরিবারকে হুমকি দিয়ে আসছে। নিহত উর্মির পরিবার হত্যাকান্ডে জড়িতদের সবার দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছে।