বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুলি করে দুই অস্ত্রধারী সন্ত্রাসীর পালিয়ে যাওয়ার ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ফতুল্লা মডেল থানার এ এস আই বাদী হয়ে অজ্ঞাত দুই অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।
মামলায় এ এস আই আশরাফুল ইসলাম উল্লেখ্য করেন, গত সোমবার ফতুল্লার সাইনবোর্ড চেকপোষ্ট এলাকায় ডিউটি করাকালে বেলা ১২টার দিকে বন্ধু পরিবহনের একটি বাস তল্লাশিকালে অজ্ঞাত দুই সন্ত্রাসী পুলিশকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ে পালিয়ে যায়। পরে দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন মামলার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।
প্রসঙ্গ, গত সোমবার দুপুরে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় বন্ধু পরিবহনের একটি বাস তল্লাশিকালে দুই পুলিশকে ধাক্কা মেরে এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে দুই অস্ত্রধারী পালিয়ে যায়। সাইনবোর্ড এলাকার চেকপোষ্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।