বিজয় বার্তা ২৪ ডট কম
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শী আরো ২ জন আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
রবিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মাসুদ জামান ও সত্যপ্রদ শিকদারের কাছে ওই জবানবন্দি প্রদান করেন।
এরা হলেন- হলি আর্টিজান রেস্তোরাঁয় ইফতার করতে আসা জনৈক ফাইরুজ মালিহা এবং তার বান্ধবী তানহা তাছমিয়া।
এর আগে গত ৩১ জুলাই হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁর ক্যাশিয়ার আল-আমিন চৌধুরী সিজান, ওই রেস্তোরাঁর স্টাফ মিরাজ হোসেন, রাসেল মাসুদ এবং মেট্রোরেল প্রকল্পের ড্রাইভার বাসেদ সরদার জবানবন্দি দেন।
এরও আগে গত ২৬ জুলাই ওই রেস্তরায় খেতে আসা ভারতীয় নাগরিক সত্য প্রকাশ এবং ওই রেস্তরার বাবুর্চি মো. শাহিন সাক্ষী হিসেবে জবানবন্দি দেন।
উল্লেখ্য, হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিরা গত ১ জুলাই রাত ৮টার পর হামলা চালায়। ওই সময় তারা তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক। পরদিন সকালে অপারেশন থান্ডারবোল্ড চালানো হয়। পাঁচজন জঙ্গি নিহত হয়। অভিযানে একজন জাপানি, দুজন শ্রীলঙ্কানসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।