প্রেস বিজ্ঞপ্তি,বিজয় বার্তা ২৪ ডট কম
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি ও শোলাকিয়ায় সন্ত্রাসীর হামলায় নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সভাপতি ও সেক্রেটারি। গতকাল ১৮ জুলাই বিকাল ৫টায় অনুষ্ঠিত মাসিক সভায় এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় এ কথা বলেন। তারা বলেন, দুষ্কৃতকারীদের নির্মম রক্তাক্ত অভ্যুত্থান দেশে বিরাজমান দুঃশাসনেরই বহিঃপ্রকাশ। ‘আমরা বারবার উগ্রপন্থা অবলম্বকারীদের অমানবিক রক্তঝরা অশুভ পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে আসছি। তাছাড়াও মুসলমানদের পবিত্র ও আনন্দের দিন ঈদুল ফিতরের সকালে ঈদগাহে এমন ন্যক্কারজনক ঘটনা কখনই মেনে নেয়ার মত নয়। ঘটে যাওয়া বিভিন্ন লোমহর্ষক ঘটনা ক্রমেই একটার ওপর আরেকটা চাপা পড়ে যাচ্ছে। ব্যাংক রিজার্ভ ডাকাতি, চকবাজারে মুয়াজ্জিন হত্যা, সম্প্রতি নোয়াখালিতে ইমামের কলাকেটে হত্যাসহ বিভিন্ন ঘটনা গভীর উদ্বেগের সৃষ্টি করছে, পাশাপাশি বিশ্বের কাছে বাংলাদেশকে কলংকিত করছে। পাশাপাশি বহিঃশত্রুর ষড়যন্ত্র থেকেও যেন দেশ ও জাতিকে রক্ষা করা যায় সে ব্যাপারে সরকাকের যথাযথ ভূমিকা রাখতে হবে।
নেতৃদ্বয় জীবনের ঝুঁকি নিয়ে রক্তাক্ত জিম্মি ঘটনা মোকাবিলার জন্য আইন প্রয়াগকারী সংস্থার সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে এ ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে তাঁদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।