বিজয় বার্তা ২৪ ডট কম
গাজীপুরে ছাত্র সমন্বয়কদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় সমাবেশ থেকে হামলাকারীদের গ্রেপ্তার, আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করা হয়।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিক্ষোভ সমাবেশ পালিত হয়। সমাবেশ শেষে নারায়ণগঞ্জ শহরের বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
সমাবেশে ছাত্রদের সাথে সংহতি জানিয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, হাসিনার দোসরদের আস্ফালন দেখছি আমরা। ছাত্র জনতা তাদের জুলাই আগস্টেই সুযোগ দেয়নি, আর বর্তমান বাংলাদেশে যদি আস্ফালনের চেষ্টা চলে তাহলে এর পরিনতি কি হবে তা এদেশের মানুষ গত দুইদিন দেখিয়ে দিয়েছে। আমাদের কিছুই করতে হয়নি, সাধারণ জনগণ ক্ষোভের বহিঃপ্রকাশ দেখিয়েছে। আমাদের ভাইবোনদের উপর যদি হামলা করা হয়, তাহলে ছাত্র জনতা বসে থাকবে না। মামলা হচ্ছে কিন্তু আসামী এরেস্ট হচ্ছে না। ফ্যাসিবাদের দোসররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকজনের রক্তের বদলা চাই বিচারের মাধ্যমে। আমরা অস্থিতিশীলতা চাই না।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক নীরব রায়হান বলেন, প্রশাসন তাদের কাজ করছে না বিধায় জনগন শিক্ষার্থীদের উপর আস্থা রাখছে। গাজীপুরে আমাদের ভাইদের ফোন করে বলেছিলো মোজাম্মেল হকের বাসায় আক্রমন হয়েছে, আপনারা আসুন। ছাত্র ভাইয়েরা সেখানে যাবার পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।
সমাবেশে অন্যান্যদের ভেতর বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, জেলা প্রতিনিধি সদস্য আহমেদুর রহমান তনু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব জাবেদ আলম, যুগ্ম আহবায়ক পিয়াল, শাকিল সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব নাজমুল ইসলাম প্রমুখ।