গাজীপুর,বিজয় বার্তা ২৪
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এটিএম বুথে ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী রুবেলসহ ১০ জনকে অস্ত্রসহ আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।
বুধবার ভোরে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
৩ মার্চ ওই উপজেলার হরিণহাটি এলাকার ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের জন্য আনা কোটি টাকা বোঝাই ট্রাংক ডাকাতরা লুটে নিয়ে যায়।
ডাকাতির এই ঘটনায় ওই বুথে দায়িত্বরত লিয়াকত হোসেন নামে এক নিরাপত্তাকর্মী আহত হন। পরে মানিপ্ল্যান্টের কর্মকর্তারা এ ঘটনায় মামলা দায়ের করেন।