গাইবান্ধা,বিজয় বার্তা ২৪
গাইবান্ধার সদর উপজেলার দারিয়াপুর বাজার এলাকা থেকে রাব্বি (৭) নামে এক শিশু অপহৃত হওয়ার ২৭ ঘন্টার পর ঢাকার শাহ আলী থানা এলাকা থেকে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশ অপহরণকারি কাজল মিয়া (৩৬) কে গ্রেফতার করেন। কাজল মিয়া চট্টগ্রামের খুলসী কলোনী এলাকার বাসিন্দা। পুলিশ ও শিশুটির পরিবার সুত্রে জানা গেছে, সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর কলেজপাড়ার বাসিন্দা ফিরোজ কবির চট্টগ্রামে রিক্সা চালানোর সুবাদে সেখানকার রিক্সা চালক কাজল মিয়ার সাথে তার পরিচয় ঘটে। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরই সুত্র ধরে গত সোমবার ফিরোজ কবির তার বাড়িতে কাজল মিয়াকে বেড়াতে নিয়ে আসেন। পরদিন সোমবার কাজল মিয়া ফিরোজ কবিরের শিশু পুত্র স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রাব্বিকে দারিয়াপুর বাজারে বেড়াতে নিয়ে আসে। এরপর থেকে তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। সোমবার রাতে ফিরোজ কবিরের কাছে মোবাইল ফোনের মাধ্যমে কাজল মিয়া ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ফিরোজ কবির তখন সদর থানায় গিয়ে অপহরণের ঘটনায় একটি অভিযোগ দায়ে করেন। পুলিশের পরামর্শ অনুযায়ি ফিরোজ কবির মুক্তিপণ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ১ হাজার টাকা মোবাইল ফোনের মাধ্যমে কাজল মিয়ার কাছে পাঠিয়ে দেন। বাকি টাকা ঢাকার মিরপুর শাহ আলী থানা এলাকায় শিশু রাব্বিকে হস্তান্তর করার সময় দেয়া হবে বলে মঙ্গলবার বিকেল ৩টার দিকে সেখানে কাজল মিয়াকে অপেক্ষা করতে বলা হয়। কাজল মিয়া ওই ফাঁদে পা দেয়। গাইবান্ধা থানা পুলিশের একটি দল শাহ আলী থানা পুলিশের সহযোগিতায় নির্ধারিত সময়ে ওই স্থান থেকে কাজল মিয়াকে আটক এবং শিশু রাব্বিকে উদ্ধার করে। এ রিপোর্ট লেখার সময় কাজল মিয়া এবং শিশুটিকে গাইবান্ধা সদর থানার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল।