গাইবান্ধা,বিজয় বার্তা ২৪
বর্ষা আসার আগেই গাইবান্ধায় নদী ভাঙ্গন শুরু হয়েছে। উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার ব্রহ্মপুত্র যমুনা ও তিন্তা নদীতে পানি বাড়তে থাকায় জেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন শুরু হয়েছে। ইতোমধ্যে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন কবলিত এলাকার মানুষরা ঘরবাড়ী সরিয়ে নিতে শুরু করেছে।
এছাড়াও ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের সিংড়িয়া, উড়িয়ার রতনপুর, কালাসোনা, গজারিয়ার কামারপাড়া, জিয়াডাঙ্গা, কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর, পূর্ব কঞ্চিপাড়া, জোড়াবাড়ি, সাতারকান্দি, ফজলুপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর ও খাটিয়ামারী গ্রাম এবং নদী ভাংগনের ফলে ফুলছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভাঙ্গন দেখা দিয়েছে।
বিশেষ করে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের বরমতাইড়, কাষ্টকালিবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় ভাঙ্গনের প্রবণতা সবচাইতে বেশী। অব্যাহত ভাঙ্গনের ফলে মন্দিরসহ বৈশাখী মেলার গোটা এলাকাই এখন ভাঙ্গনের হুমকির মুখে। এছাড়া ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের উত্তরখাটিয়ামারী, চন্দনস্বর, উত্তর খাটিয়ামারী, পূর্ব খাটিয়ামারী, পশ্চিম খাটিয়ামারী, কুচখালী, কাউয়াবাঁধাসহ আশে পাশের গ্রামের প্রায় ৫ কিলোমিটার এলাকার লোকজন ভাঙন আতংকে বিভিন্ন এলাকার লোকজনও বাড়িঘর সরিয়ে নিচ্ছে। ভাঙ্গন কবলিত এসব এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কাজের গতি অত্যান্ত মন্থর। এই ধারা অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে নদী ভাঙ্গনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। ছবি সংযুক্ত