বিজয় বার্তা ২৪ ডট কম
গাইবান্ধায় চলমান বিশেষ অভিযানে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্য ও জামায়াতের দুই কর্মীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে বিভিন্ন মামলার পলাতক আসামিও রয়েছে।
বুধবার (১৩ জুলাই) সকাল থেকে বৃহস্পতিবার (১৪ জুলাই) ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে আশাদুজ্জামান আসাদ বাংলানিউজকে জানান, অভিযানে জেলার পলাশবাড়ী থেকে জেএমবির এক সদস্য, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ থেকে নাশকতা মামলার আসামি দুই জামায়াত কর্মী ও জেলা সদর থেকে অন্যান্য মামলার একজনসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ফারুক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।