গাইবান্ধা,বিজয় বার্তা ২৪
দেশের চতুর্থ ধাপে গাইবান্ধার ১৭ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে শনিবার আ’লীগ ৫টি, জাপা ৪টি, বিএনপি ১টি ও ৭টি স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর প্রামানিক এ তথ্য প্রকাশ করেন। এরমধ্যে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালিতে সাফায়েত উল হক (স্বতন্ত্র), বল্ল¬মঝাড়ে জাহেদুল ইসলাম ঝন্টু (জাপা), কুপতালায় আব্দুর রাজ্জাক (আ’লীগ), রামচন্দ্রপুরে রফিকুল ইসলাম (বিএনপি), বোয়ালীতে এএম মাজেদ উদ্দিন খাঁন (জাপা) ও সাহাপাড়া ইউনিয়ন পরিষদে মাহবুবুর রহমান (স্বতন্ত্র) বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। অপরদিকে সাদুল্যাপুর উপজেলার রসুলপুরে রবিউল করিম দুলা (স্বতন্ত্র), নলডাঙ্গায় তরিকুল ইসলাম নয়ন (আ’লীগ), দামোদরপুরে এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন (আ’লীগ), জামালপুরে মো: নুরুজ্জামান মন্ডল (আ’লীগ), ফরিদপুরে নুর আযম মন্ডল নিরব (আ’লীগ), ধাপেরহাটে রফিকুল ইসলাম নওশা (আ’লীগ বিদ্রোহি), ইদিলপুরে মো: রাব্বী আব্দুল্যা (জাপা), ভাতগ্রামে এটিএম রেজানুর ইসলাম (স্বতন্ত্র), বনগ্রামে শাহীন সরকার (জাপা), কামারপাড়ায় শামছুল আলম মাস্টার (আ’লীগ বিদ্রোহী) ও খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদে আরিফুর রহমান চৌধুরী শামীম (স্বতন্ত্র) বেসরকারীভাবেচেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।