গাইবান্ধা,বিজয় বার্তা ২৪
গাইবান্ধায় অনির্দিষ্টকালের জন্য ফার্মেসী গুলোতে ওষুধ সরবরাহ বন্ধ রেখেছেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন ফারিয়া। এদিকে ওষুধ সরবরাহ বন্ধ রাখায় বিপাকে পড়েছেন ওষুধ ব্যবসায়ীরা। ফারিয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয়, সম্প্রতি ওষুধ বিক্রেতাদের আভ্যন্তরিণ কোন্দলের জের ধরে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি’র এক পক্ষ অপরপক্ষের কাছে ওষুধ সরবরাহ না করার জন্য ফারিয়াকে চিঠি দেয়। তাদের অনৈতিক দাবী না মানায় ওই পক্ষ ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের ওষুধের বিল পরিশোধ বন্ধ করে দেয়। তাই ফারিয়ার পক্ষ থেকে গাইবান্ধা শহর, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় সকল ফার্মেসিতে ওষুধ সরবরাহ বন্ধ করে দেয়। এ ব্যাপারে ফুয়াদ আরমান, সভাপতি, ফারিয়া, গাইবান্ধা জানান দির্ঘদিন থেকেই কতিপয় ব্যাসায়ীরা আমাদের বকেয়া টাকা পরিশোধ তো করছেই না বরং মাঝে মাঝেই তারা আমদের সাথে এমন আচরন করে যেন আমরা তাদের কর্মচারী।