রিফাত,নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মাদক ও সন্ত্রাসের বিরুদ্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধতা না থাকলে সমাজে কোন ভালো কাজ করা সম্ভব নয় । আমাদের নেতা আধুনিক নারায়গঞ্জের রুপকার শামীম ওসমান এমপি এই শহরকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার জন্য যে,ঐক্যের আহব্বান জানিয়েছেন সে আহব্বানে সারাদিয়ে আসুন আমরা সন্ত্রাস ও মাদক মুক্ত সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলি। উল্লেখিত কথা গুলো বলেছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও গলাচিপা সুহৃদ সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা মো: রবিউল হোসেন।
তিনি বৃহস্পতিবার রাতে গলাচিপা রুপার বাড়ীর মোড় সুহৃদ সামাজিক সংগঠনের ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আরো ও বলেন, জননেতা শামীম ওসমান টানবাজার পতিতা পল্লীকে উচ্ছেদ করে এই নারায়ণগঞ্জবাসী’র কপাল থেকে কলংকের দাগ মুছে দিয়েছে সেভাবে তিনি সন্ত্রাস ও মাদক মুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলার জন্য আহব্বান জানিয়েছেন। আসুন আমরা ঐক্যবদ্ধহয়ে তাকে সহযোগীতা করে আমাদের ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করি তানা হলে ক্ষতিগ্রস্ত হতে হবে আমাদেরই বেশী।
আমাদের আগামী প্রজন্মকে মাদকের ভয়াবহ থাবা থেকে বাঁচাতে হলে দলমত র্নিবিশেষে আমাদের একত্রিত হয়ে মাদকব্যাবসায়ী দুষ্ট চক্রের বিরুদ্বে মাঠে নামতে হবে। মাদক ব্যাবসায়ীদের প্রতিহত করার পাশাপাশি আমাদের সন্তানদের কে খেলা ধূলা বা যে কোন কাজের প্রতি আগ্রহী করে তুলতে হবে । কারণ প্রবাদে আছে “বেকার বা অলস মস্তিস্ক শয়তানের দোষর” বেকার থাকলেই আড্ডাবাজ হবে আর আড্ডাই তাকে সর্বনাশের পথে নিয়ে যাবে। মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়তে সকলের প্রয়োজন কারণ সমাজের প্রতিটি এলাকার রন্ধে রন্ধে ভাইরাসের মতো ছড়িয়ে রয়েছে মাদক।
ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো: সমশের আলী । বিশেষ অতিথি ছিলেন গলাচিপা পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মো: নাছির উদ্দিন (মন্টু) , গলাচিপা জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মো: ফজলে রাব্বী খান বাবর , বিশিষ্ট সমাজ সেবক মো: জাফরউল্লাহ খান চেঙ্গীস, বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব এম, এ ছাত্তার ভুট্রো, বায়তুল মামুর জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস. এম শাহআলম সিকদার, গাউছিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান ভূঁইয়া , গাউছিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র সাধারণ সম্পাদক আলহাজ্ব যাকারিয়া ইমতিয়াজ (জাকু) , জাকেরপার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মামুন ইব্রাহীম , আলহাজ্ব আব্দুল হাই , বিশিষ্ট সমাজ সেবক হারুনুর রশিদ , মো: হুমায়ুন খন্দকার , বিএনপি নেতা আনোয়ার মাহ্মুদ বকুল , মো: আব্দুর রশিদ ফ্রেন্ডস মার্কেট বস্ত্র ব্যবসায়ী সমিতি’র সাংগঠনিক সম্পাদক মো: ইসমাঈল হোসেন (টিটু) প্রমুখ।
ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুফতি হযরত মাওলানা মো : মিজানুর রহমান আসলামি। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা মো: শরফুদ্দিন আহমেদ, আলহাজ্ব হযরত মাওলানা মো: রফিকুল ইসলাম । ওয়াজ ও দোয়া মাহফিল শেষে নেওয়াজ বিতরণ করা হয়।