বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে নয়ন শিকদার (১৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ জুলাই) রাতে ফতুল্লা থানাধীন বোয়ালিয়া খালের পাশে ভূইয়ারবাগ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নয়ন সিকদার (১৭) ওই এলাকার জালাল সিকদারের ছেলে।
হত্যাকান্ডের বিষয়ে জালাল সিকদার জানান, আমার ছেলেকে কে বা কারা হত্যা করেছে জানিনা। কি জন্য তাকে হত্যা করা হয়েছে তাও জানি না। তবে আমার ছেলেকে যারা এমন নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের বিচার চাই। আমি চাই জড়িতদের যেন দ্রুত আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়।
এই বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।