বিজয় বার্তা ২৪ ডট কম
গ্যাসের বাড়তি মূল্য প্রত্যাহার ও আমলানির্ভর ঋণনির্ভর গরিব মারার বাজেট প্রত্যাখান করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ সকাল ১০ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে।
রসপিবি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, আবু নাঈম খান বিপ্লব, সিপিবি নেতা দুলাল সাহা, বিমল কান্তি দাস, বাসদ নেতা সেলিম মাহমুদ।
নেতৃবৃন্দ বলেন, দ্বিতীয় দফা গ্যাসের দাম ১ জুন থেকে বৃদ্ধি করা হয়েছে যা সম্পূর্ন অযৌক্তিক ও অগণতান্ত্রিক । এটা জনগনের উপর খাড়ার ঘাঁ এর সামিল। গত ১ মার্চ সিঙ্গেল চুলা ৬০০ টাকা থেকে ১৫০ টাকা বাড়িয়ে ৭৫০ টাকা এ পর্যায়ে তা ১৫০ টাকা বাড়িয়ে ৯০০ টাকা এবং ডাবল চুলা একই হারে বাড়িয়ে ৯৫০ টাকা করা হয়েছে। যদিও গণশুনানিতে সরকার দাম বৃদ্ধির পক্ষে কোন যুক্তি উপস্থাপন করতে পারেনি। গ্যাস খাত লোকসানী খাত নয়। গ্যাস খাত উন্নযন তহবিলে ১৯ হাজার কোটি টাকা পড়ে আছে।সরকার তা ব্যবহার করছেনা। বি ই আর সি এর আইনে বলা আছে বছরে ১ বারের বেশি কোন জ্বালানি পন্যের দাম বাড়ানো যাবে না । তারপরেও আইন লঙ্গন করে বছরে ২ বার দাম বাড়ানো হল।সরকারের এই অন্যায় দাম বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণকে লড়াইয়ে সামিল হতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন –চার লক্ষ কোটি টাকার এই বিশাল বাজেট আমলাতান্ত্রিক, অগণতান্ত্রিক, ঋণনির্ভর ধনীদের স্বার্থ রক্ষাকারী এবং জনগণের কাঁধে বিশাল করের বোঝা চাপানো দলিল। ফলে এই বাজেট গরিব মানুষের কোন কাজে আসবেনা। এই বাজেট প্রত্যাখান করার জন্য জনগণের প্রতি আহব্বান জানান নেতৃবৃন্দ।