বিজয় বার্তা ২৪ ডট কম
নারাায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিছুর রহমান দিপু বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা। এ দেশে সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন স্থান নেই। জঙ্গীবাদ আমাদের দেশের সাধারণ মেধাবী শিক্ষার্থীদেরকে ব্যবহার করে। তাদেরকে ইসলামের ভূল শিক্ষা দিয়ে তাদেরকে জঙ্গী বানিয়ে মানুষ হত্যা করছে। তাই অভিভাবকগন তাদের সন্তানদের খোঁজ খবর রাখতে হবে তারা কার সাথে চলা ফেরা করে এবং কোথায় আসা যাওয়া করে। বর্তমানে জঙ্গীরা অনলাইনের মাধ্যমে সাধারণ শিক্ষাথীদের সাথে যোগসূত্র স্থাপন করেন সেজন্য অবিভাবকগন খেয়াল রাখতে তারা যাতে অনলাইনের মাধ্যমে কোন জঙ্গীদের কারো সাথে কথা বার্তা ও যোগাযোগ না করতে পারে। ইসলাম ও জঙ্গীবাদ এক না ইসলাম হল দক্ষিণ মেরু আর জঙ্গী হল উত্তর মেরু তা কখনো এক হতে পারে না। জঙ্গীবাদের বিরুদ্ধে গন সচেতন গড়ে তুলতে হবে তবেই অচিরেই এই দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল হবে।
শনিবার দুপুর ২টায় কিল্লারপুল বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. জসিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.আনিছুর রহমান দিপু, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আব্দুল রাজ্জাক , নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার এড. নুরুল হুদা, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিউল ইসলাম খান, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম, সদস্য জাহাঙ্গীর আলম, নিমাই দে, লাবলী আকতার, কামরুজ্জামান ভূঁইয়া, রহিমা বেগম, মইনুল হোসেন প্রমুখ।
তিনি আরো বলেন, ইসলাম শান্তির ধর্ম। মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে অনেক অত্যাচার সহ্য করেছেন। হযরত জিব্রাইল(আঃ) নবী করিম(সাঃ) বলেন আপনি হুকুম করেন আমি সবাই ধবংস করে দেই কিন্তু নবী করি (সাঃ) শত আত্যাচার সহ্য করেও ইসলাম ধর্ম প্রচার ক্ষেত্রে পিছিয়ে যাননি। কোন ধর্মের মানুষের ভেদাভেদ নেই। আর সে ইসলামের নামে জঙ্গীবাদ করা হচ্ছে। শকুনের দৃষ্টি পড়েছে এই দেশের উপরে আর এই শকুনেরাই পাকিস্তান, আফগানিস্থান কেও জঙ্গীবাদ সৃষ্টি করেন। মার্কিন সাম্রাজ্য এই জঙ্গীবাদের মূল হোতা তারাই জঙ্গীবাদ সৃষ্টি করে।