বিজয় বার্তা ২৪ ডট কম
পুলিশ, আদালত, কারাগার আর ক্রসফায়ারেই ক্ষমতা আকড়ে আছে অবৈধ সরকার। সারা দেশে বিএনপি ও ২০ দলীয় জোটের হাজার হাজার নেতাকর্মীর জীবন এখন এর মাঝেই অতিবাহিত হচ্ছে। পুলিশের নির্যাতন, মিথ্যা মামলার বোঝা নিয়ে কারাগারের বন্দি জীবন বা আদালতের বারান্দায় দিন পাড় এবং কথিত বন্দুক যুদ্ধের নামে ক্রসফায়ার। আওয়ামী লীগ যখনই এদেশে ক্ষমতায় এসেছে ভিন্œ মতালম্বীদের উপর এভাবেই নেমে এসেছে নির্যাতনের স্টীম রোলার। গণতন্ত্র নেই বলে দেশ আজ গভীর সংকটে। কোন ঘটনা ঘটলেই রাজনৈতিক হীন স্বার্থে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের উপর এর দোষ দেয়ার প্রবনতা ত্যাগ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিন, দেশকে রক্ষা করুন।
বুধবার (১৩ জুলাই) সকাল ১১টায় সদর থানার নাশকতার মামলায় চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে আদালত চত্ত্বরে উপস্থিত নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল এসকল কথা বলেন।
অন্যদিকে দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে মহানগর শ্রমিক দলের নেতৃবৃন্দদের সাথে ঈদ উত্তর শুভেচ্ছা ও আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে মত বিনিময় করেন এটিএম কামাল। এসময় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক হোসেন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ শাহজাহান, তোফাজ্জল হোসেন খোকা, বাচ্চু দেওয়ান, মোহাম্মদ বাবুল ও পমেল প্রমুখ।