স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা
গণতন্ত্র নিয়ে বিএনপি নেতাদের কাছে উদ্বেগ জানিয়েছে ব্রিটেনের লেবার পার্টির প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সাংবাদিকদের এসব কথা বলেন।
মঙ্গলবার বিকাল ৩টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ঢাকা সফররত বৃটেনের লেবার পার্টির একটি প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির সিনিয়র নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক চলে।
বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।