প্রেস বিজ্ঞপ্তি, বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, দিনব্যাপী নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাধারণ মানুষের কাছে নির্বাচনে আমার তথা ধানের শীষের জন্য দোয়া চেয়েছি। যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ খুবই উচ্ছ্বাসিত। ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের বিপ্লবের জন্য মানুষ মুখিয়ে রয়েছে।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কয়েকটি ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ করেছেন নাসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। মঙ্গলবার ২৯ নভেম্বর সকাল থেকে বন্দরের বিভিন্ন এলাকায় বাজার, দোকান ও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে নির্বাচনী দোয়া চেয়ে গণসংযোগ করেন সাখাওয়াত। গণসংযোগ শেষ করে তিনি এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেছেন।
শীতলক্ষ্যা নদীর উপর একটি সেতুর কথা প্রায় সকল বন্দরবাসীই দাবি করেন। তাদের দাবির প্রেক্ষিতে সাখাওয়াত বলেন, স্থানীয় সাংসদ ও মেয়রের কুটকৌশলের কারনেই আপনাদের শীতলক্ষ্যা ব্রীজ হয়নি। উন্নয়নের জন্য, গনতন্ত্রের জন্য ধানের শীষের প্রার্থীকে নির্বচিত করুন। আমি কষ্ট করে হলেও একটি ব্রীজ করার চেষ্টা করব।
আপনাদের এখানে সড়কে খুবই খারাপ অবস্থা, আপনারা বলেছেন আমি শুনেছি যদি নির্বাচিত হতে পারি আমি রাস্তা-ঘাটের উন্নয়নে কাজ করবো। সড়কে সড়কে সড়কবাতি লাগানোর ব্যবস্থা করবো। খেলার মাঠের ব্যবস্থা করবো। মা ও শিশুর জন্য মাতৃসেবা কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করবো।