বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, যে গণতন্ত্রের জন্য পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, সেই গণতন্ত্রকে আওয়ামী লীগ সরকার গলাটিপে হত্যা করেছেন। দেশের মানুষের বাক স্বাধীনতা ও ভোটের অধীকার কেড়ে নিয়েছে । তাই আমি আওয়ামীলীগের সভানেত্রীকে বলবো আপনি গণতন্ত্রের মানষ কণ্যা পরিচয় আর দিবেন না । এটা আর আপনাকে মানায় না। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে বন্দরের ৫৭নং লক্ষণখোলা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, বর্তমান অগণতান্ত্রীক সরকার যেভাবে দেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে আছে, তাতে করে নির্বাচনের জন্য আন্দোলনের কোন বিকল্প নেই। রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এ স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে একটি সহায়ক সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করতে হবে। আর সে জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলনে ঝাঁপিয়ে পরতে হবে। তাই এদেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলে এ সরকারের বিদায় ঘন্টা বাজাতে হবে।
বন্দর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এড. শাহ মাজহারুল হক মাজহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা গুলজার হোসেন খান, হাজী ইসমাইল হোসেন, বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়িকা এড. মাহমুদা, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান, বন্দর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহীন আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক মাসুদ রানা, মহানগর মৎসজীবী দলের সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, ধামগড় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ খন্দকার, সোনারগাঁ থানা যুবদল নেতা রাজু আহমেদ রমজান, ৮নং ওয়ার্ড যুবদল সভাপতি মনজুরুল হক মুসা, যুবদল নেতা স্বপন চৌধুরী, মহানগর ছাত্রদল নেতা ইব্রাহীম আহমেদ বাবু, স্থানীয় বিএনপি নেতা আ: রাজ্জাক, হযরত আলী, মো: চুন্নু, আবুল হোসেন, আনিসুর রহমান টুলু, মো: জুবায়ের, ফারুক হোসেন প্রমূখ।