বিজয় বার্তা ২৪ ডটকম
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম বলেছেন, যতদিন বেঁচে থাকব ততদিন বলে যাবো গডফাদার মুক্ত নারায়ণগঞ্জ চাই ।
শনিবার বিকেল ৫ টার দিকে চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে কবি ওয়াহিদ রেজা স্মরণ সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, নারায়ণগঞ্জ শহরে চলছে একটি অপ শিক্ষাময় রাজনীতি । তারা জানে না কে রাজাকার আর কে বা মুক্তিযোদ্ধাদের সন্তান। তা না জেনেই তারা মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও কবি হালিম আজাদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কবি বাকী বিল্লাহ, কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি মো. সেলিম , জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি এড. জিয়াউল হক কাজল, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল প্রমূখ।