স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক।
বুধবার বিকাল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমদ অংশ নেন।
সোয়া এক ঘণ্টার এ বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে বিএনপি সূত্র জানিয়েছে।