বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় লিফলেট বিতরণ করেন ।
বৃহস্পতিবার ( ১ মার্চ ) দুপুরে আদালত পাড়ায় ঘুরে ঘুরে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, সহ সভাপতি এড. জাকির হোসেন, এড. রফিক আহমেদ, এড. মশিউর রহমান শাহীন, এড. শিমুল, সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, এড. আবুল কালাম আজাদ জাকির, জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী সম্পাদক ওমর ফারুক নয়ন সহ অনেকেই ।