বিজয় বার্তা ২৪ ডট কম
বৃহস্পতিবার অস্থায়ী আদালত কর্তৃক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ২টি মামলার জামিন বাতিল করে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির ও সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।
গন মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই দুই নেতা বলেন, হরতাল এর কারনে আদালতে হাজির না হতে পারার ঠুনকো অজুহাতে জিয়া আরফানেজ ট্টাষ্ট ও জিয়া চ্যারিট্যাবল ট্রাষ্ট এর তথাকথিত ও হয়রানি মূলক মিথ্যা মামলারর জামিন বাতিল করে আজ আবার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরোদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে প্রহসনের অস্থায়ী আদালত। আইনজীবীরা উপস্থিত হয়ে খালেদা জিয়ার পক্ষে হরতাল শেষ হওয়া পর্যন্ত সময় চাইলেও ধাতব্যে নেয়নি সরকার এর আজ্ঞাবহ এই আদালত। আদালতের এই অনিরপেক্ষ আচরন প্রমান করে দেশনেত্রীর আকাশচুম্বী জনপ্রিয়তায় সরকার ভীত হয়ে খালেদা জিয়াকে বিভিন্নভাবে এবং অনিয়মতান্ত্রিকভাবে নাজেহাল করার হীন চেষ্টায় লিপ্ত হয়েছে। আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষে আদালতের এই অগণতান্ত্রিক আচরনের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে আই গ্রেফতারী পরোয়ানা বাতিল এর দাবী জানাচ্ছি।