বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে আগুন লেগেছে। এতে হাসপাতালের কোনো ক্ষতি কিংবা কেউ হতাহত না হলেও আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন রোগীরা।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডের বাইরে এ ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার বলেন, হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডের বাইরে কিছু ম্যাট্রেস নষ্ট করার জন্য রাখা হয়েছিল। এজন্য কমিটিও করা হয়েছিল। আগুন লাগলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে রোগী ও নার্সরা কিছুটা আতঙ্কিত হয়েছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কারো সিগারেটের আগুনে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।