নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মঙ্গলবার বিকাল ৫ টায় চাষাঢ়া জেলা শিশু একাডেমির সামনে জেলা খেলাঘর আসরের উদ্যোগে ক্রমবর্ধমান শিশুহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে।
এসময় মানবন্ধনে বক্তরা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত, শিশুরাই গড়ে তুলবে আগামী দিনের পৃথিবী। কথাগুলো আমরা কেবল মুখে বলে থাকি কিন্তু অন্তরে মানিনা। আর তাই আজ সামান্য অজুহাতে কিংবা অকারনেই শিশুদের করা হচ্ছে নির্যাতন আর বেশির ভাগ ক্ষেত্রেই করা হচ্ছে হত্যা।
বক্তারা আরো বলেন, যদি এখনো এই শিশুহত্যা দমন করা না যায় তাহলে ভবিষ্যত বাংলাদেশ হবে জনগন শূণ্য। শিশুহত্যা সহ যেকোন হত্যাকান্ড, অন্যায়ের দ্রুত বিচার হয় না বলে ক্রমেই বেপরোয়া হয়ে উঠেছে খুনিরা। সরকারকে এদিকে অবশ্যই নজর দিতে হবে। বক্তরা অবিলম্বে সকল শিশুহত্যার দ্রুত বিচার এর দাবি জানান।
এসময় জেলা খেলাঘর আসরের সভাপতি রথীন চক্রবতী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক মহসিনের সঞ্চলনায় মানবন্ধনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় খেলাঘর আসনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, জেলা খেলাঘর আসরের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবতী, জেলা সমাজতান্ত্রিক দলের সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাবেক সভাপতি প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলসহ অন্যান্য খেলাঘরের নেতৃবন্দ।
সভাপতির বক্তব্যে রথিন চক্রবতী বলে, শিশুহত্যা যেন প্রতিযোগিতায় পরিনত হয়েছে আজ। একজন মারে তো ও ৪ জন মারে। এ এক খেলা হয়ে উঠেছে আজ। জাতিকে ভবিষ্যত শূণ্য এক গভীর অপতৎপরতা আজ সর্বত্র চলমান। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন করেছেন দেশজুড়ে ঠিক আছে, কিন্তু সেই উন্নয়ন ভোগ করার মানুষই যদি না থাকলো তাহলে এই উন্নয়ন বৃথা। অবিলম্বে আইনের শাষন কার্যকর করে অবস্থার উন্নতি করুন,নতুবা জনগণই একদিন আইন প্রতিষ্ঠার দায়িত্ব কাঁধে তুলে নিবে।