নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার ফতুল্লার সস্তাপুরে ক্যামব্রিজ ইন্টারন্যশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার সকালে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমএ মোতালেব (এমিলি) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন না.গঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আকতার চৌধুরী। এতে প্রধান বক্ত্ াহিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থন্দকার লুৎফর রহমান স্বপন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক যুগের চিন্তা’র নির্বাহী সম্পাদত মোঃ এজাজ কোরেশী, হোসেন গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আক্তার হোসেন ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা সভাপতি হাজী আব্দুস সালাম বেপারী।
সহকারি শিক্ষক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ বাহাউদ্দিন।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।