বিজয় বার্তা ২৪ ডট কম
শুক্রবার রাত ২ টায় নারায়ণগঞ্জ জেলাস্থ কোস্ট গার্ড স্টেশান পাগলা এর স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ এর তত্ত্বাবধানে টীম লিডার পেটি অফিসার(জিআই) এম রফিক উদ্দিন এর নেতৃত্বে একটি বিশেষ অপারেশান দল গোপন সংবাদের ভিত্তিতে শীতলক্ষ্যা নদীর কাঁচপুর ব্রীজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ০৬ (ছয়) জন আসামী ও একটি ট্রাক (চট্ট মেট্টো ড-১১-২৬৮২) সহ ৫৮ ড্রাম ভর্তি আনুমানিক ৬,০০,০০০ (ছয় লক্ষ) পিছ অবৈধ গলদা চিংড়ি রেণু পোনা আটক করে। আটককৃত অবৈধ গলদা চিংড়ি রেণু পোনার আনুমানিক মূল্য ১২,০০,০০০/০০ (টাকা বার লক্ষ মাত্র)। পরবর্তীতে আটককৃত অবৈধ গলদা চিংড়ি রেণু পোনা ইউএনও নারায়ণগঞ্জ সদর ও সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শক্রমে মেঘনা নদীর মোহনায় অবমুক্ত করা হয় এবং ট্রাক ও আসামীদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর পূর্বক মামলা প্রক্রিয়াধীন।
কোস্ট গার্ড স্টেশান পাগলার স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এইরূপ অভিযান অব্যাহত থাকবে। জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী অঙ্গীকারাবদ্ধ।