বিজয় বার্তা ২৪ ডট কম
বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলাস্থ কোস্ট গার্ড স্টেশান পাগলা এর স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ এর তত্ত্বাবধানে টীম লিডার এম বাবুল হোসেন খান পেটি অফিসার এর নেতৃত্বে একটি বিশেষ অপারেশান দল গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা মোহনায় সদর ঘাট হতে মতলবগামী এমভি গ্রীণ ওয়াটার-৭ যাত্রীবাহী লঞ্চে বিশেষ অভিযান চালিয়ে ০৩ বস্তায় ৩০০ প্যাকেট আনুমানিক ৪,৫০,০০০ (চার লক্ষ পঞ্চাশ হাজার) মিটার অবৈধ নতুন কারেন্ট জাল আটক করে। আটককৃত অবৈধ নতুন কারেন্ট জালের আনুমানিক মূল্য ৯০,০০,০০০/০০ (টাকা নব্বই লক্ষ মাত্র)। পরবর্তীতে অদ্য দুপুর ১২০০ ঘটিকায় আটককৃত নতুন কারেন্ট জাল আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি মোঃ শহিদুল্লাহর নিকট হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃত কারেন্ট জাল উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও জনসাধারনের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
কোস্ট গার্ড স্টেশান পাগলার স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এইরূপ অভিযান অব্যাহত থাকবে। জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী অঙ্গীকারাবদ্ধ।