বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় ও দক্ষিণ কোরিয়া দুতাবাসের আর্থিক পৃষ্ঠপোষকতায় জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে ০৩(তিন) দিনব্যাপী (০৫-০৭ সেপ্টেম্বর, ২০১৯) “কোরিয়া কাপ তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপ-২০১৯” অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফাইট ও পুমসে ক্যাটাগরিতে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ১৩ জন খেলোয়াড় অংশগ্রহন করে পুরুষ সিনিয়র বিভাগে ০২টি স্বর্ন, ০২টি রৌপ্য ০৫টি তামাসহ মোট ৯টি পদক পেয়েছে। জুনিয়র ৪০ কেজি(ফাইট) এ যুবায়েত এবং (পুমসে) স্বর্ণ পদক লাভ করেন দলের কোচ ও খেলোয়াড় রহমত আলী। জুনিয়র ৪০ কেজি(ফাইট) এ আল আমিন এবং (পুমসে) মেহেদী হাসান রৌপ্য পদক পেয়েছেন। জুনিয়র পুরুষ ৩০ কেজি (ফাইট) এ জিহাদ,৪০ কেজি(ফাইট) এ মেহেদী হাসান,সিনিয়র পুরুষ(৫৮ কেজি) (ফাইট) এ রিফাত, (পুমসে) আসিফ ও রিফাত তামার পদক পেয়েছে। তায়কোয়ানডো দলের এ সাফল্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন