বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান বলেছেন, ব্রিটিশ শাসন আমলের পুলিশ আর বর্তমান পুলিশের মধ্যে কোন মিল নেই কারণ দেশ এখন স্বাধীন আর পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করে যাচ্ছে। এ কারনে পুলিশ আর জনতার মধ্যে কোন রুপ ভেদাভেদ নাই। তিনি আরও বলেন,মাদকের সঙ্গে আমাদের কোন আপোষ নাই। যে কোন মূল্যে সন্ত্রাস ও মাদক নির্মূল করে নারায়ণগঞ্জ জেলা তথা গোটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ থাকতে অনুরুধ জানান। বৃহস্পতিবার সকাল ১১টায় বন্দর উপজেলার ধামগড় ফাঁড়ী প্রাঙ্গনে ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,যদি কোন পুলিশ সদস্য মাদক কিংবা কোন অনৈতিক কাজের সাথে জড়িত থাকেন তাহলে তাকেও কোন ছাড় দেওয়া হবে না। যা ইতিপূর্বে আপনারা দেখেছেন। মাদক মুক্ত সমাজ গড়তে স্থানীয় সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। শুধুমাত্র প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ ও দূনীর্তি মুক্ত করা সম্ভব নয়। তিনি অনতিবিলম্বে প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ জেলা থেকে সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক ও দূনীর্তি মুক্ত শহর উপহার দিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। বন্দর থানা অফিসার ইনর্চাজ শাহীন মন্ডলের সভাপতিত্বে ওপেন হাউজ ডে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাজিদুর রহমান। বন্দর থানার ওসি(তদন্ত) হারুন অর রশিদের সঞ্চালনায় ওপেন হাউজ ডে সভায় বক্তব্য রাখেন বন্দর থানা পুলিশ কমিউনিটি সভাপতি খায়রুল বাসার ভূঁইয়া,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু,মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদুর রহমান,ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাছুম,বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন,মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ সালাম, বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালুসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।