নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরের কে.এন.সেন রোডটি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,প্রয়াত ভাষা সৈনিক ও বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা মফিজুল ইসলামের নামানুসারে নামকরণের জন্য মেয়র আইভীকে অনুরোধ জানালেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আবদুল হাই। শনিবার সন্ধায় মাহমুদনগর এলাকাবাসী কর্তৃক বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাথতে গিয়ে তিনি এসব কথা বলেন। আবদুল হাই আরো বলেন,মফিজুল ইসলামান আমার রাজনৈতিক শিক্ষাগুরু। তার কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি। তার মতো নেতার আর্বিভাব ইহজনমেও হবেনা। আর কিছু না করতে পারলেও অন্ততঃ একটি সড়ক নামকরণ করতে পারলেও তার পরিবারের শান্তনা মিলবে। আজকে মফিজ সাহেবের মতো নেতাকে সম্মান করে গেলে মৃত্যুর পর আমাদেরকেও মানুষ ঠিক এইভাবে সম্মান করতে শিখবে। আমরা কিংবদন্তী এ নেতার রুহের মাগফেরাত কামনা করি। দোয়া করি আল্লাহতায়ালা যেন তাকে বেহেস্ত নসীব করেন। স্থানীয় মাহমুদনগর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। মরহুমের ছোটভাই প্রবীণ আওয়ামীলীগ নেতা বাবুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা,বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ,বন্দর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম,নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব আরজু রহমান ভূইয়া,নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল,নারায়ণগঞ্জ জেলা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,যুগ্ম সম্পাদক জিএম আরমান,শাহ নিজাম,রবিউল হোসেন,হাজী ওসমান গণি,সাবেক সদস্য আলহাজ্ব আব্দুল হক মাতবর,নারায়ণগঞ্জ শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু,ঢাকা বাদামতলী চাউল আড়দার সমিতি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব নিজামউদ্দিন আহাম্মদ, প্রয়াত মফিজুল ইসলামের ভাতিজা ২০ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সোহেল করিম রিপন,জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মামুন আহমেদ ইমন,বন্দর থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কাদির ডিলার,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সহিদুল হাসান মৃধা,আইন বিষয়ক সম্পাদক মোঃ নূর হোসেন,আওয়ামীলীগ নেতা মোবারক হোসেন,হাজী আলমগীর হোসেন,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মদ দুলাল প্রধাণ,১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর,বন্দর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সানাউল্লাহ সানু,জেলা জাতীয় পার্টির নেতা মোঃ হুমায়ূন কবির,মহানগর ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান রিয়াদ ও যুগ্ম আহবায়ক হাসনাত রহমান বিন্দুসহ অন্যান্য নেতৃবৃন্দ । এর আগে মরহুম মফিজুল ইসলামের কবরে পুস্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ আবদুল হাই,বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদসহ আরো অনেকে। এ সময় মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাসনাত রহমান বিন্দু,থানা ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ দেওয়ান সিয়াপ,হাসিবুল হক জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।