স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
রাজধানীর খিলগাঁওয়ে কেবল অপারেটরকে গুলির অভিযোগে বংশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম রেজাকে এবার সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় বকেয়া বিল পরিশোধ নিয়ে বিতণ্ডা থেকে আল আমিন (১৮) নামে এক কেবল অপারেটরকে গুলি করার অভিযোগে এর আগে তাকে গ্রেপ্তার করা হয়।
আল আমিনের দুলাভাই শহীদুল ইসলাম জানান, এএসআই শামীম নন্দিপাড়ায় ৫ নম্বর রোডে মসজিদের পাশের ছয়তলা একটি ভবনের চারতলায় ভাড়া থাকেন। তার কাছে ৫/৬ মাসের ডিস বিল বকেয়া রয়েছে। আজ ওই বকেয়া বিলা চাইতে গেলে শামীম নিজের অস্ত্র দিয়ে শামীমকে গুলি করে। আল আমিনের পিঠে গুলি লেগেছে।
ঘটনার বর্ণনা দিয়ে আল আমিন বলেন, আমরা তিনজন এলাকার ডিশ বিল সংগ্রহ করি। তবে এলাকা ভাগ করা রয়েছে। শামীম রেজার কাছে যখনই বিল চাইতে চাই, তখনই বলেন অন্যজনের কাছে দিছি। আজ তিনজনে মিলে তার কাছে বিল চাইতে গিয়েছি। যেন বলতে না পারেন, বিল দিয়েছি। তার কাছে চার-পাঁচ মাসের বিল পাওনা। কিন্তু তিনি টাকা দিতে রাজি হননি। আমাদের সঙ্গে ঝগড়া শুরু করেন। তিনি দুই মাসের টাকা দিতে রাজি হন। তখন তাকে বলি আচ্ছা ঠিক আছে, দুই মাসের টাকা দেন। তাও দেননি তিনি। আমাকে লাইন কেটে দিতে বলেন। এরপর নিচে নেমে আমি লাইনকেটে দেই। এরপর শামীম নিচে নেমে লাইন কাটার কারণ জানতে চান। আমি তাকে বলি, আপনি তো লাইন কাটতে বলছেন। তখন তিনি আমাকে ধাক্কা দেন। আমাকে গুলি করেন।
ডিএমপির লালবাগ বিভাগের যুগ্ম কমিশনার মফিজউদ্দিন আহমেদ বলেন, খিলগাঁওয়ের ঘটনায় এএসআই শামীম রেজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বংশাল থানার ওসি নূরে আলম সিদ্দিক বলেন, এএসআই শামীম রেজা অন ডিউটিতে ছিল। সে তার বিটের ফরম সংগ্রহের কথা বলে কোনো এক ফাঁকে কাউকে কিছু না জানিয়ে তার নিজের বাসায় চলে যায়। এর পরই এই ঘটনা ঘটে।
বিধি অনুযায়ী কোনো এএসআই ‘অন ডিউটিতে’ থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমতি ছাড়া এলাকার বাইরে যেতে পারেন না জানিয়ে ওসি নূরে আলম বলেন, সে দায়িত্বরত অবস্থায় কাউকে না জানিয়ে আগ্নেয়াস্ত্রসহ নিজ সীমানার বাইরে গিয়েছে। এই অপরাধেও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
নন্দীপাড়ার ৫ নম্বর সড়কের ৯ নম্বর অ্যাপার্টমেন্ট ভবনের চতুর্থ তলায় পরিবার নিয়ে থাকেন শামীম। সকালে ভবনের নিচে ওই ঘটনা ঘটার পর বংশাল থানায় যান তিনি।
ভবনের তৃতীয় তলার বাসিন্দা গোয়েন্দা পুলিশের কনস্টেবল আনোয়ার হোসেন আল আমিনকে হাসপাতালে নিয়ে যান।
খিলগাঁও থানার ওসি মাইনুল হোসেন জানান, বংশাল থানা পুলিশ শামীম রেজাকে আটক করে খিলগাঁও থানায় হস্তান্তর করেছে। তার কাছ থেকে পিস্তলটিও জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
গুলিবিদ্ধ আল আমিন নিজেই মামলাটি দায়ের করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, অভিযুক্ত এএসআই শামীমের বিরুদ্ধে খিলগাঁও থানায় ভিকটিম নিজেই একটি মামলা দায়ের করেছেন। ৩২৬ ও ৩০৭ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঘটনার পরপরই বংশাল ও খিলগাঁও থানা পুলিশ আইন অনুযায়ী সবকিছু দ্রুত করেছে বলেও জানান তিনি।