আন্তর্জাতিকডেস্ক,বিজয় বার্তা ২৪
ভারতের কেরালায় মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক নিহতের রেশ কাটতে না কাটতেই শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠেছে ভারত, পাকিস্তান ও আফগানিস্তান।
এ ঘটনায় এখন পর্যন্ত ২ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ২৭ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
রবিবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ২৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
প্রাথমিকভাবে রিখটার স্কেলে ভূকম্পের মাত্রা ৬.৮ বলা হলেও পরে মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) ৬.৬ মাত্রা বলে জানায়।
আফগানিস্তানের আসকাসাম থেকে ৩৯ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পের উৎপত্তি। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশাওয়ার থেকে যা ২৪৮ কিলোমিটার উত্তরে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৮২ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চল থেকে ৬.৬ মাত্রার ওই কম্পনের উৎপত্তি হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লি, কাশ্মীর, চন্ডিগর প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে।
পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর বলছে, পাকিস্তানে রিখটার স্কেলে মাত্রা ছিলো ৭.১।
‘খায়বার, পখতুন, পাঞ্জাব প্রদেশের ভীতসন্ত্রস্ত লোকজন বাসাবাড়ি ছেড়ে রাস্তায় নামতে গিয়ে এবং বিভিন্ন কারণে ২৭ আহত হয়েছেন। কম্পন তিন মিনিটের মতো স্থায়ী ছিলো।’
গত বছরের ২৬ অক্টোবরে পাকিস্তান-আফগানিস্তানের ভূমিকম্পন এলাকা হিন্দুকুশ সীমান্তে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে ৩০০ জনের মতো নিহত হয় এবং হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
একদশক আগেও পাকিস্তানের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প হয়। তার মাত্রা ছিলো ৭.৬। এই ভূমিকম্পে নিহত হয় ৭৫,০০০ মানুষ। সূত্র, এনডিটিভি, বিবিসি, ডন