স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
ঢাকা কেন্দ্রীয় কারাগারের চারপাশের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মতিউর রহমান নিজামীকে রবিবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনার পর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ জোনের উপকমিশনার মফিজ উদ্দিন আহমেদের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।
উপকমিশনার বলেন, আমরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদার করেছি এবং এর আশপাশে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
গত ৬ মে সুপ্রিম কোর্ট ১৯৭১ সালের আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। এরপর নিজামীর পরিবারের সদস্যরা কাশিমপুর কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ২০১৪ সালের ২৯ অক্টোবর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ফাঁসির দণ্ডাদেশ দেন। মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগের মধ্যে তার বিরুদ্ধে আটটি অভিযোগ প্রমাণিত হয়। ওই রায়ের বিরুদ্ধে একই বছরের ২৩ নভেম্বর নিজামী আপিল করেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি মতিউর রহমান নিজামীকে রবিবার রাতে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।