বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল বলেছেন, নারায়ণগঞ্জ বার কারো রাজনৈতিক আশ্রয়স্থল হতে পারে না। কেউ রাজনীতি করতে চাইলে আদালতের বাইরে গিয়ে করবেন। রাজনৈতিক উদ্দেশ্যে নারায়ণগঞ্জ বারকে ব্যবহার করতে দেয়া হবে না।
একুশে আগষ্টের গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
এড. হাসান ফেরদৌস জুয়েল আরো বলেন, দীঘ ১৪ বছর পরে বাংলার কলঙ্কজনক হত্যাকান্ড একুশে আগষ্টের গ্রেনেড হামলার রায়ে আমরা সন্তুষ্ট। তবে এ হামলার মূল পরিকল্পনাকারী মাষ্টারমাইন্ড তারেক রহমানের ফাঁসির আদেশ হলে আরো বেশী সন্তুষ্ট হতে পারতাম। মামলার তদন্তে স্পষ্টভাবে বেড়িয়ে এসেছে যে, হাওয়া ভবনে বসে এ নির্মম হত্যাকান্ডের পরিকল্পনা করা হয়েছিলো। আর যারা এ হত্যাকান্ডের নেপথ্যে থেকে এটি সংঘটিত করেছিলো, তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবী জানাচ্ছি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল’র সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিলে উপস্থি ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট ওয়াজেদ আলী খোকন, আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি এডভোকেট মাসুদ উর রউফ, এডভোকেট আলাউদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো: মোহসিন মিয়া, যুগ্ম সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান, ক্রীড়া সম্পাদক এডভোকেট আবুল বাশার রুবেল, কার্যকরী সদস্য এডভোকেট মোঃ রাশেদ ভূঁইয়া, সাবেক সদস্য এডভোকেট মোঃ স্বপন ভূঁইয়া, এডভোকেট সাখাওয়াত হোসেন, এডভোকেট ইসরাত জাহান ইনা, এপিপি এডভোকেট সুইটি ইয়াসমিন, এপিপি এডভোকেট জেসমিন আহমেদ প্রমূখ।
ওসি কাম
বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপণ পরিষদের সাবেক প্রচার সম্পাদক রিপন ভাওয়াল ও বলদেব জিউর মন্দির কমিটির সভাপতি বাপ্পী রায় চৌধরী।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় এ ফুলের শুভেচ্ছা জানানো হয়।
বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীণ ৭৪ টি পূজা মন্ডপের প্রতিটিকে পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করেছেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপণ পরিষদের সভাপতি দিপক কুমার সাহা। বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেলে শহরের টানবাজারস্থ ব্যবসায়ীক কার্যালয়ে এ অনুদান প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপণ পরিষদ জাতীয় পরিষদের সদস্য বাসুদেব চক্রবর্তী, মহানগর পূজা উদযাপণ পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, যুগ্ম সম্পাদক উত্তম সাহা, কোষাধ্যক্ষ সুশল দাশ, বন্দর পূজা উদযাপণ পরিষদের সভাপতি শংকর দাশ, সাধারণ সম্পাদক শ্যামল বিশ^াস, সিদ্ধিরগঞ্জ পূজা পরিষদের সভাপতি শিরি ঘোষ অমরসহ নেতৃবৃন্দ।