বিজয় বার্তা ২৪ ডট কম
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুন্সীগঞ্জে কৃষকের ধান কেটে সহায়তা করার কার্যক্রমে অংশগ্রহন করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু।
শনিবার সকাল থেকে জেলার শ্রীনগর উপজেলার আরিয়াল বিলে তারা কৃষকের প্রায় ৪০ শতাংশ জমির ধান কেটে এই কার্যক্রম করেন।
এ সময় তাদের সাথে আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
এদিকে এর আগে সকালে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের এই দুই নেতা।
এসময় তারা সকলকে অসহায় মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক দলের সকল নেতাকর্মীকে মানুষের ঘরে খাদ্য পৌছানোর কার্যক্রমে অংশগ্রহন করতে অনুরোধ জানান। সেই সাথে দেশবাসীকে লকডাউন মেনে ঘরে থাকার অনুরোধ জানান তারা।