বিজয় বার্তা ২৪ ডট কম
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বিএনপির অবস্থান এবং এর বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টির উদ্যোগ সম্পর্কে অবহিত করার জন্য বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধিদল।
বুধবার বিকেলে সাড়ে ৪টার সময়ে রাজধানীর গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। শেষ হয় বিকেল ৫টা ৫ মিনিটে।
বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিদেশি কূটনীতিকদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, স্পেন, পাকিস্তান, সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ অন্তত ২২টি দেশের কূটনীতিক।
বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রুটিন ওয়ার্কের অংশ হিসেবে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এ বৈঠক হয়েছে।