বিজয় বার্তা ২৪ ডেস্ক
তোমার সাথে দৈনিক দেখা হওয়া তো চাঁদ হাতে পাওয়া;
কথাই হয় না নিয়মিত ৷
সপ্তাহে, মাসে কালেভদ্রে যদিও সুযোগ হয় দু’দণ্ড
বরাদ্দকৃত সময়ের ব্যাপ্তি ফুরায় কুশলাদি জিজ্ঞাসাতে৷
অবশিষ্ট সময়ে সমুদ্রের পাড় খুঁজে ক্ষান্ত;
জলের দেখা মিলে না!
মুখেই বল ‘ভালবাসি’
দেখি তো অন্যসব প্রেমিক-প্রেমিকারা
কীভাবে যায় রিকসায় হুড তুলে?
সিনেমার নায়িকার মত রাখতে দাও না ঠোঁট তোমার পেলব বুকে-
প্রবল শীৎকারে দম্পতিরা যেভাবে পরস্পরকে আঁকড়ে ধরে,
সেই মতো না হোক;
অন্তত অদম্য তৃষ্ণায় অধরের এক ফোঁটা জল…
এরপর যেদিনই ফোন করবে, কথা হবে শেষ থেকে শুরু-
কেউ কারো কুশলজানতেচাইবনা৷