কুমিল্লা,বিজয় বার্তা ২৪
কুমিল্লায় জাহাঙ্গীর আলম (৩০) নামের এক যুবলীগ নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার বিকেলের দিকে জেলার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের দক্ষিণ বাতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই গ্রামের আহসান উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঠিকাদার হিসেবে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম কিছু দিন আগে এলাকায় একটি রাস্তা নির্মাণ করেন। কিন্তু এলাকার লোকজন ওই রাস্তা দিয়ে ভারী যানবাহনের মাধ্যমে ইট, বালু ও সিমেন্ট পরিবহন করায় রাস্তা ভেঙে যাওয়ার আশঙ্কায় তিনি যানবাহন চলাচলে বাধা দেন। এ নিয়ে গত দুদিন যাবত এলাকার কিছু লোকজনের সঙ্গে তার বিরোধ চলে আসছিল।
শুক্রবার বিকেলের দিকে স্থানীয় লোকজনের সঙ্গে রাস্তায় যানবাহন চলাচল নিয়ে তার পুনরায় বাকবিত-া হয়। একপর্যায়ে স্থানীয় ১০/১২ জনের একটি দল তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র ভট্ট জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই আলমগীর হোসেন বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। শনিবার কুমেক হাসপাতাল মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত করা হবে।