বিজয় বার্তা ২৪ ডট কম
কুমিল্লা মহানগরীর শুভপুর এলাকার একটি বাড়িতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার সন্ধ্যায় শুভপুরের ‘নয়ন ভিলা’ নামের একটি বাড়িতে এই অভিযান চালায় র্যাব। এসময় দ্বিতীয় তলা বিশিষ্ট ওই বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে অস্ত্র তৈরীর সময় সরঞ্জামাদি উদ্ধারসহ ৩ জনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- ওই বাড়ির মালিক মৃত বাহার উদ্দিনের ছেলে মাজেদুল হক রাজিব (৩৪), নগরীর উত্তর চর্থা এলাকার নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম রনি ওরফে ভাগিনা রনি (৩০) ও জেলার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি গ্রামের মৃত সামছুল হকের ছেলে শহিদুল ইসলাম ভূঁইয়া (৩৭)।
কুমিল্লাস্থ র্যাব-১১ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার রাত সাড়ে ৮টায় এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরী করে বিক্রি করে আসছিল। তারা সন্ত্রাসী কর্মকা-ের সাথে জড়িত। উদ্ধারকৃত সরঞ্জামাদি দিয়ে ২টি পিস্তল তৈরী করা সম্ভব বলে তিনি জানিয়েছেন।