স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
কুমিল্লার নাঙ্গলকোটের কৃতি সন্তান মোহাম্মদ জাবেদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কমিটির সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তার বাড়ি নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে। পিতা আবু ইউছুফ এবং তার মাতার নাম কহিনুর বেগম।
এ প্রসঙ্গে জাবেদ জানান, আমাকে বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি হিসেবে মনোনীত করায় দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সবার কাছে আমি দোয়া চাই যাতে আমি আমার দায়িত্ব ভালো ভাবে পালন করতে পারি।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। এরপর ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে এ কমিটি ঘোষণা দেয়া হয়।