নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
কথায় বলে নায়কেরা দৃশ্যমান বলে সবাই তাদেরকেই চেনে,কিন্তু নায়ক বানানোর পেছনের কলাকুশীলবদের অনেকেই চেনে না কিংবা জানে না। তবে নায়কদের সফলতায় পেছনে থেকেই তৃপ্তির ঢেঁকুর তোলেন সেই পরিশ্রমী ও আত্মত্যাগী কুশীলবরা। গত ২৩ এপ্রিল কুতুবপুর ইউপি নির্বাচনে কয়েকজন প্রার্থীর বিজয়ের হাসিতে তৃপ্তির ঢেকুঁর তোলা একজন কুশীলব হচ্ছেন এক সময়ের যুবনেতা বর্তমানে কুতুবপুর অঞ্চলের সমাজসেবক, পরিবহন ও রিয়েলস্টেট ব্যবসায়ী চিস্তিয়া ডেভলপার লিঃ এর ভাইসচেয়ারম্যান হাজীমোঃ শহিদুল্লাহ ।
তথ্যনুসন্ধানে জানা যায়,২৩ এপ্রিলের কুতুবপুর ইউপি নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছিল হাজী শহিদুল্লাহ‘র নির্বাচনী তৎপরতা। নিজে প্রার্থী না হলেও পেছন থেকে কয়েকজন প্রার্থীকে অনুপ্রেরনা দেয়া ছাড়াও স্বশরীরে মাঠে থেকে তাদের বিজয়ে অবদান রেখেছেন তিনি। এর মধ্যে কুতুবপুর ইউপি‘র হ্যাট্রিক বিজয়ী চেয়ারম্যান বন্ধু আলহাজ্ব মনিরুল আলম সেন্টুর জন্যে প্রতিবারই তিনি সামনে থেকে মাঠপর্যায়ে নির্বাচনে নেতৃত্ব দিয়ে আসছেন। এ ছাড়াও অপর বন্ধু কুতুবপুরেরই ৬নং ওয়ার্ড মেম্বার রোকনউদ্দিনের জন্যেও বিভিন্ন পর্যায়ে নির্বাচনী কার্যক্রম চালিয়েছেন। রোকনউদ্দিন মেম্বার এবারে দ্বিতীয়বারের মত ৬নং ওয়ার্ডে বিপুলভোটে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে ৪নং ওয়ার্ডে মোঃ জামান মিয়াকেও সমর্থন দিয়েছেন সেই হাজী শহিদুল্লাহ। আর জামান মিয়াও বিপুল ভোটে কুতুবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি ৫নং ওয়ার্ডে তার সমর্থিত ও প্রস্তাবিত মেম্বার প্রার্থী স্থানীয় আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দিন হাওলাদারও বিজয়ী হয়েছেন মেম্বার পদে। এর মাঝেও আক্ষেপ রয়ে গেছে প্রার্থীদের নির্বাচনের পেছনে কাজ করা কুশীলব হাজী শহিদুল্লাহ‘র। কারন তার সমর্থিত একজন সংরক্ষিত মহিলা মেম্বার বিজয়ী হতে পারেনি।
এ ব্যাপারে হাজী শহিদুল্লাহ এ প্রতিবেদককে জানান, যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তার বেশীরভাগই আমার বন্ধু মানুষ এবং কাছের লোক। তাদের জন্যে পেছন থেকে কাজ করেই আমি বেশী আনন্দ পাই। আর বিজয়ে নিজেকে গৌরাবান্বিত মনে করছি। এর মধ্যে মনিরুল আলম সেন্টু হ্যাট্রিক চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং রোকন দ্বিতীয়বারের মত নির্বাচিত হওয়ায় ভাল লাগছে। আর বিজয়ে কুতুবপুরবাসীকে শুভেচ্ছা জানাই।